নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গী বিসিক এলাকার তাজ ফ্যাশানে কয়েক মাস ধরে বেতন-ভাতা পরিশোধ না করার প্রতিবাদে শুক্রবার টঙ্গী পূর্ব থানা গেটে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে থানা গেটের সামনে অবস্থান কর্মসূচির মতো এমন পথ বেছে নেয় শ্রমিকরা। শ্রমিকদের অবস্থান কর্মসূচি টঙ্গী পূর্ব থানা ক্যাম্পাসের ভেতর গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশের কার্যালয়ের সামনে চলে আসে। টঙ্গী পুলিশ দলের সদস্যরা কষ্টে থাকা শ্রমিকদের বেতনভাতা আদায়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবস্থান কর্মসূচি উঠিয়ে বাড়িতে ফিরে যান।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জনকণ্ঠকে জানান, কারখানা কর্তৃপক্ষ দেইদিচ্ছি করে ৪ মাসের বেতন আটকে দিয়েছে। এ অবস্হায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। দুমুঠো ভাতের জোগান দিতে না পারায় ঘরের বাচ্চাকাচ্চারা সারাক্ষণ কান্নাকাটি করছে। না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। দ্রুত বেতন-ভাতা পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রমিকরা।
এদিকে টঙ্গী পূর্ব থানা গেটের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচির পরও যদি তাদের বকেয়া বেতন পরিশোধে কর্তৃপক্ষ এগিয়ে না আসে তবে ঢাকা টঙ্গী গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে বলে শ্রমিকরা জানান।