ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০০:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২২

কবিতা

সকাল সাকিরা পারভীন অসংখ্য কোদাল নিয়ে এগিয়ে আসছে আকাশের দল আজকেই সকালের বুকে একটা পুকুর বানাবে তুমি পেতে রেখেছ কান নুনগ্রস্ত পানথাল শব্দহীন সরল রক্তপাত তুষারের বিকিণি পরে উড়ে আসছে চড়ুইয়ের হাত ধরো খুন করো খুন হোক তরল অবসাদ। ** তুমি এলে নুরুল ইসলাম বাবুল তুমি এলে সকাল-দুপুর থমকে দাঁড়ায় একটা দিন হাজার দিনের অনন্যতায় থমকে দাঁড়ায়, তুমি এলে। ঝলমলানো রোদের আকাশ থমকে দাঁড়ায় মেঘমালারা যেতে যেতে থমকে দাঁড়ায় একটা হৃদয় শীতল জলে থমকে দাঁড়ায়; গ্রামীণ মেঠো পথে পথে ভালোবাসায় একটা বিকেল গোধূলি রঙে থমকে দাঁড়ায় তুমি এলে... তুমি এলে... তুমি এলে... ** প্রেমিকও ক্ষমতা চায় শিবলী কায়সার যদি ভেবে থাকো- প্রেমিক চায় চুম্বন, প্রেমিক চায় আলিঙ্গন, প্রেমিক চায় তোমার শরীরে প্রবেশাধিকার- একেবারে ভুল নয়, আবার পূর্ণসত্যও নয়। প্রেমিক অবশ্যই এসব চায়, তবে- সবার আগে ক্ষমতা চায় নিষেধাজ্ঞা দেবার; নিষেধাজ্ঞা অন্যের চুম্বনে, নিষেধাজ্ঞা আলিঙ্গনে, নিষেধাজ্ঞা তোমার শরীরে প্রবেশের। নিষেধাজ্ঞার ক্ষমতা দাও, তবেই পুরুষ প্রেমিক হবে না হলে প্রেমিক বিবশ- অথর্ব বৃহন্নলা।
×