অনলাইন ডেস্ক ॥ শেষ সময়ের নৈপুণ্যে দলের মুখে হাসি ফোটালেন মার্কো আসেনসিও। কোপা দেল রের ব্যর্থতা ভুলে লিগে জয়ে ফিরল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচে গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। লিগ টেবিলে সেভিয়ার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল তারা।
আসরে প্রথম দেখায় গত নবেম্বরে গ্রানাদার মাঠে ৪-১ গোলে জিতেছিল রিয়াল। এবার পেল ঘাম ঝরানো জয়।
লিগে আগের পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয়ী রিয়াল এদিন শুরুতেই বিপদে পড়তে পারত। তবে ডি-বক্সের মুখ থেকে আন্তোনিও পুয়ের্তাসের শট কোনোমতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
প্রথম ২০ মিনিটে রিয়াল ৭৫ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে তেমন কিছু করতে পারছিল না তারা। এই সময়ে গোলের উদ্দেশ্যে কোনো শটই নিতে পারেনি দলটি।
অবশেষে ৭৪তম মিনিটে ডেডলক ভাঙতে পারে তারা। এই দফায় প্রথম আক্রমণ ভেস্তে যাওয়ার পর এদের মিলিতাও ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের একজনের থেকে বল কেড়ে আরেকটু পেছনে আসেনসিওকে বাড়ান। জায়গা বানিয়ে প্রায় ২০ গজ দূর থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।