স্পোর্টস রিপোর্টার ॥ বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন মিনহাজ মোঃ শাকিল। আর রানার্সআপ মেজর মোঃ ফারুকুজ্জামান ফকির। এ আসরে ১৮০ গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টটির স্পন্সর করে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা বিটুমিন। শনিবার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। প্রধান অতিথির বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদিন বলেন, বসুন্ধরা গ্রুপ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে সমাজকল্যাণে অনেক ভূমিকা রাখছে। ১৮ হুইল উইনার, নাইন হুইল উইনার, লেডিস উইনার, জুনিয়র উইনার, বেস্ট গ্রস, সেকেন্ড বেস্ট গ্রস, লেডিস বেস্ট গ্রস, জুনিয়র উইনার, লংগেস্ট ড্রাইভ, বেস্ট পার ৫ এস, বেস্ট পার ৩ এস, নিয়ারেস্ট টু পিন, বেস্ট ব্যাক নাইন, বেস্ট ফ্রন্ট নাইন, প্রথম ও সেকেন্ড রানার আপের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।