ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

বাউফল পৌরসভার নির্বাচন জমে উঠেছে

প্রকাশিত: ০০:২৪, ১৯ জানুয়ারি ২০২২

বাউফল পৌরসভার নির্বাচন জমে উঠেছে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ॥ বাউফল পৌরসভার নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার ততই জমে উঠেছে। পোস্টার ঝুলানো হয়েছে। মাইকে হরেক রকম গান বাজিয়ে ভোট চাওয়া হচ্ছে। প্রার্থীসহ তার স্বজনরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে দেখা করছেন। ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হলেন শংকর কুমার পাল (টেবিল ল্যাম্প), হারুন মল্লিক (ডালিম), সলেমান মুন্সি (উটপাখি), আবুল হোসেন(পানির বোতল)। সংরক্ষিত ১,২ ও ৩ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হলেন শিপ্রা দাশ খুকু (বলপেন), সাইদা বেগম (অটোগাড়ি) ও মুন্নি বেগম (আনারস)। ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হলেন ইউনুস খান (পানির বোতল), আবুল কালাম লিটন(ডালিম), আলমগীর হোসেন (উটপাখি), ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদ প্রার্থী আবদুল লতিফ খান বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হলেন হুমায়ন কবির (পানির বোতল) ও আরিফুজ্জামান খান রিয়াদ (উটপাখি) । সংরক্ষিত ৪, ৫ ও ৬ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হলেন মুন্নি আক্তার শিমুল (চশমা), লাভলী বেগম (বলপেন), শামসুন্নাহার রিপা (আনারস) ও আক্তারুন্নাহার (অটোরিক্সা) । ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদ প্রার্থী ফরহাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হলেন জাকির হোসেন তালুকদার (ডালিম) ও বেল্লাল হোসেন ( উটপাখি)। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হলেন নুরুল হক মাস্টার (পানির বোতল) ও শিবলী সাদেক (উটপাখি)। সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান। ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সরোয়ার হোসেন টিটু(পানির বোতল), নাজিউর রহমান রোকন (উটপাখি) ও আবদুল আজিজ ( টেবিলল্যাম্প) এবং ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হলেন নজরুল ইসলাম খান (পানির বোতল), হোসেন আলী বাবুল(উটপাখি), আল মামুন(ডালিম)। বাউফল পৌরসভার মেয়র পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি দুই বার মেয়র নির্বাচিত হলেন। আগামী ৩১ জানুয়ারি কাউন্সিলর (সাধারণ) ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
×