কুবি প্রতিনিধি ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদভূক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে 'টিচিং, লার্নিং এন্ড ডোয়িং রিসার্চ' শীর্ষক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাচুর্য়াল ক্লাস রুমে আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে কর্মশালাটি শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তার বক্তব্যে বলেন, নীরব, নিভৃত ও মধুরতম সাধনা হচ্ছে রিসার্চ। যে যত বেশি কানেক্টেড হতে পারে, গভীরে যেতে পারে সে তত বেশী সাহিত্যিক হতে পারে। পাহাড় বেষ্টিত নীরব, নির্মল, স্নিগ্ধ বাতাসের জায়গা কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আপনারা গবেষণায় আরও বেশি মনোযোগী হোন। তিনি আরও বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয় রূপান্তরে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশন মিশনকে লক্ষ্য রেখে আইকিউএসি ট্রেনিং প্রোগ্রাম করে যাচ্ছে যা প্রশংসনীয় উদ্যোগ। আমরা যারা শিক্ষক তাদের জন্য গবেষণা ও প্রশিক্ষণ এখন সময়োপযোগী বিষয়।
এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান এবং বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. তপন কুমার বাগচী।
এছাড়া এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।