ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মেটা ছেড়ে অ্যাপলে গেলেন শীর্ষ এআর নির্বাহী

প্রকাশিত: ১৬:১০, ২৭ ডিসেম্বর ২০২১

মেটা ছেড়ে অ্যাপলে গেলেন শীর্ষ এআর নির্বাহী

অনলাইন ডেস্ক ॥ জোর গুঞ্জন চলছে, ‘মেটা’ ছেড়ে অ্যাপলে যোগ দিয়েছেন মেটা’র আর্টিফিশিয়াল রিয়ালিটি (এআর) পণ্য বিষয়ক শীর্ষ নির্বাহী। পুরো বছর জুড়েই মেটা তথা সাবেক ফেইসবুকের শীর্ষ কর্মকর্তাদের প্রস্থানের বিষয়টি ছিল লক্ষ্যণীয়; বছরের শেষে এসে সম্ভবত সেই তালিকায় যোগ হচ্ছে আন্ড্রেয়া শুবার্ট-এর নাম। প্রায় ছয় বছর ধরে ‘মেটা ইনকর্পোরেটেড প্ল্যাটফর্মস’ (সাবেক ফেইসবুক)-এর হয়ে কাজ করেছেন শুবার্ট। সর্বশেষ, প্রতিষ্ঠানটির এআর পণ্য বিষয়ক জনসংযোগ প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। শুবার্টের মেটা ছেড়ে অ্যাপলে যোগ দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমগুলোর নজরে এনেছেন ব্লুমবার্গের মার্ক গার্ম্যান। প্রযুক্তি শিল্পের ভেতরের খবরের নির্ভরযোগ্য সূত্র হিসাবে গ্রহণযোগ্যতা আছে ওই সংবাদকর্মীর। এই প্রসঙ্গে গার্ম্যান বলছেন, “অকুলাস দিয়ে হেডসেটের বাজারে শীর্ষস্থান দখল করে রেখেছিল মেটা।” তাই অ্যাপলের নিজস্ব এআর ডিভাইসের উন্মোচন যখন বেশি দূরে নয়, তখন এই কর্মীর নতুন নিয়োগ স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন তিনি।
×