ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শতবর্ষে নীলিমা ইব্রাহীম নাট্যোৎসব উদ্বোধন

প্রকাশিত: ২৩:৩৭, ১০ নভেম্বর ২০২১

শতবর্ষে নীলিমা ইব্রাহীম নাট্যোৎসব উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাবিদ, নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশ মহিলা সমিতির সাবেক সভানেত্রী, ড. নীলিমা ইব্রাহীমের জন্মশতবর্ষ ছিল এ বছরের ১১ অক্টোবর। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা সমিতি। রাজধানীর নাটক সরণি বেইলী রোডের নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় ‘শতবর্ষে নীলিমা ইব্রাহীম নাট্যোৎসব ২০২১’ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ। শুরুতেই নীলিমা ইব্রাহীমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মহিলা সমিতির সহ-সভানেত্রী ড. মারুফী খান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বাখ্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ, সংস্কৃতিজন রামেন্দু মজুমদার। পরিবারের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইতি ইব্রাহীম খান। এ সময় অতিথিরা বলেন, নীলিমা ইব্রাহীম বাংলার নারীজাগরণের পথিকৃতদের মধ্যে একজন। নানা প্রতিক‚লতা মোকাবেলা করে আজন্ম নারীর আত্মোন্নয়নে কাজ করেছেন। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তার অনমনীয় দৃঢ়তা সত্যিই বিস্ময়কর। ১৯২১ সালের ১১ অক্টোবর খুলনায় জন্মগ্রহণ করেন নীলিমা রায় চৌধুরী। পিতা ছিলেন প্রফুল্ল কুমার রায় চৌধুরী আর মাতা কুসুম কুমার দেবী। পিতা খুলনার বিশিষ্ট আইনজীবী ছিলেন। পূর্বপুরুষ জমিদার বংশের ছিলেন। নীলিমা ইব্রাহীমকে কিভাবে মূল্যায়ন করব, বিষয়টি খুবই জটিল। কারণ, তার কর্মের ব্যাপ্তি বিশাল। পার্থিব জীবনের যে দিকে দৃষ্টিপাত করা যায়, সে দিকেই তিনি উজ্জ্বল তারার মতো দেদীপ্যমান। শিক্ষায়, সাহিত্যে, সমাজ সবায়, অর্থনীতি চিন্তায়, রাজনীতির বাস্তবতায় এবং নারীর সঠিক পরিচয় নির্ণয়ে তার আছে নিরলস সাধনা। ষাটের দশকের শুরু থেকেই বেশ কিছু উপন্যাস ‘বিশ শতকের মেয়ে’, ‘একপথ দুইবাঁক’, ‘কেয়াবন সঞ্চারিণী’ প্রকাশিত হয়। তাছাড়া নীলিমা ইব্রাহীমের বেশ কিছু প্রবন্ধ এ সময় সাহিত্যিক সমাজে তোলপাড় সৃষ্টি করে। এই উৎসবের প্রথম দিন আজ ১০ নবেম্বর বুধবার থেকে পরপর পাঁচদিন মঞ্চায়ন হবে পাঁচটি নাট্যদলের পাঁচটি নাটক। আজ বুধবার প্রথমদিন সন্ধ্যা ৭টায় নাটক সরণিখ্যাত বেইলী রোডের ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের ‘নিমজ্জন’। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একই মিলনায়তনে মঞ্চায়ন হবে নাট্যচক্রের ‘একা এক নারী, তৃতীয় দিন শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়ন হবে আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক, চতুর্থদিন শনিবার সন্ধ্যায় মঞ্চায়ন হবে থিয়েটারের ‘মেরাজ ফকিরের মা’ ও শেষদিন ১৪ নবেম্বর রবিবার মঞ্চায়ন হবে লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) নাটক ‘কঞ্জুস’। গান আর বক্তব্যে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ॥ গান আর বক্তব্যের মধ্য দিয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানালো বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে আয়োজিত ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধে গণসঙ্গীত’ শীর্ষক এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সংস্কৃতিজন মফিদুল হক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিমÐলীর সদস্য কাজল দেবনাথ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমান। রাজশাহীতে জীবনানন্দ কবিতামেলা শুরু ১২ নবেম্বর ॥ স্টাফ রিপোর্টার জানান, রাজশাহীতে নবম জীবনানন্দ কবিতামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ও ১৩ নবেম্বর। তবে এ বছরের মেলায় ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার কবিরা অংশগ্রহণ করতে পারছেন না। রাজশাহী ভিত্তিক কবি ও লেখকদের সংগঠন রাজশাহী কবিকুঞ্জ এ কবিতামেলার আয়োজন করতে যাচ্ছে। মহানগরের বরেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ কবিতামেলা অনুষ্ঠিত হবে। কবিতামেলার বিভিন্ন পর্বে থাকবে কবিতা পাঠ, গল্পপাঠ, আবৃত্তি ও আলোচনা সভা। রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার জানান, কবিতামেলার প্রথম দিন সকাল ১০টায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা মেলার উদ্বোধন করবেন। দ্বিতীয় দিন দেয়া হবে কবিকুঞ্জ পদক।
×