ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সিনেমায় নিয়মিত ফারজানা ছবি

প্রকাশিত: ২১:২১, ২ নভেম্বর ২০২১

সিনেমায় নিয়মিত ফারজানা ছবি

স্টাফ রিপোর্টার ॥ টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। তবে এখন শুধু ছোটপর্দাতে নয়, সিনেমাতেও নিয়মিত কাজ করছেন তিনি। কয়েকটি সিনেমা আছে এ অভিনেত্রীর হাতে। সম্প্রতি নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ শিরোনামের একটি সিনেমার শূটিং শুরু করেছেন তিনি। এছাড়া চলতি মাসের মাঝামাঝিতে ‘কানামাছি’ সিনেমার শেষ লটের শূটিং শুরু করবেন বলে জানান। এটি পরিচালনা করছেন অঞ্জন আইচ। এদিকে মান্নান হীরার ‘জনকের মুখ’ সিনেমার শূটিং শেষ করেছেন এ অভিনেত্রী। সিনেমার ব্যস্ততা প্রসঙ্গে ছবি বলেন, একটু গল্প নির্ভর সিনেমাতে কাজ করার চেষ্টা করছি। তিনটি সিনেমাই দারুণ গল্পের। আমার চরিত্রেও নতুনত্ব আছে। আমাদের সিনেমায় বেশ একটা পরিবর্তন দেখছি এ সময়ের সিনেমাগুলোর মধ্য দিয়ে। এভাবে চলতে থাকলে সিনেমা ঘুরে দাঁড়াবে। সিনেমার বাইরে টিভি নাটকে ব্যস্ততা কেমন ? ছবির ভাষ্য, টিভি নাটকেও নিয়মিত কাজ করছি। নির্মাতা সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ শিরোনামের একটি ধারাবাহিকে যুক্ত হয়েছি। চলতি মাসের শেষের দিকে কায়সার আহমেদের ‘বকুলপুর’ ধারাবাহিকের সিকুয়্যালের কাজ শুরু করব। এ ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পায় দর্শকের মধ্যে। তাই এটির সিকুয়্যাল নির্মাণ হচ্ছে। ধারাবাহিকের বাইরে একক নাটকেও কাজ করছি। টিভি নাটক প্রসঙ্গে এ অভিনেত্রী আরও বলেন, এখন আমাদের টিভি চ্যানেলের সংখ্যা বেশি। একইসঙ্গে নাটকের সংখ্যাও বেড়েছে। তাই অনেক সময় ভালো নাটকগুলো দর্শকের চোখে পড়ছে না। তবে এটি সত্যি, আমাদের নির্মাতারা নানা প্রতিকূলতার মধ্যেও ভালো নাটক নির্মাণ করছেন।
×