ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অন্তরালের কারিগর তারেক

প্রকাশিত: ২১:০৭, ২৩ অক্টোবর ২০২১

অন্তরালের কারিগর তারেক

সংস্কৃতি ডেস্ক ॥ পর্দার সামনে যারা কাজ করছে তাদের মানুষজন চিনলেও অন্তরালের কারিগর থেকে যায় আড়ালেই! তেমনি একজন মোঃ হাবিবুর রাহমান তারেক। প্রডিউসার হিসেবে এ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন ২০০৮ সালে, পরিচালক আদনান-আল-রাজীবকে নিয়ে রানআউট ফিল্মস প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তারেক বলেন, রানআউট ফিল্মসের যাত্রার শুরুটা খুব একটা ভালো ছিল না। তবে আমি বিশ্বাস করতাম নীতি-আদর্শ-নৈতিকতা ঠিক রেখে, আত্মবিশ্বাসের সঙ্গে পরিশ্রম করলে যেকোনও কাজে সফলতা আসে। তাই কখনও কোন কাজকে আমি ছোট করে দেখতাম না। তারেক এ পর্যন্ত ৩০০টির বেশি বিজ্ঞাপন প্রডিউস করেছেন। পাশাপাশি টেলিভশন নাটক, ধারাবাহিক, ফিল্ম প্রোডিউস করছেন। উল্লেখযোগ্য ফিল্মের মধ্যে রয়েছে আদনান-আল-রাজীবের ‘ইউটিউমার’, মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’, রায়হান রাফির ‘খাঁচার ভিতর অচিন পাখি’। বর্তমানে তিনি বিজ্ঞাপনের পাশাপাশি ও টি টি প্ল্যাটফর্ম চরকি এবং হৈ চৈ এর জন্য ফিল্ম, ওয়েব সিরিজ, ওয়েব কন্টেন্ট প্রডিউস করছেন। তিনি আরও বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে দক্ষ প্রডিউসার খুব দরকার।
×