স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চারদিন অতিবাহিত হলেও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি। এ ঘটনায় নীলফামারী সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করে অভিভাবকরা। নিখোঁজ শিক্ষার্থীরা হলো জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কোরানীপাড়া গ্রামের মো. হযরত বেলালের ছেলে মারুফ (১৩) এবং একই গ্রামের মো. মাহফুজার রহমানের ছেলে নুর আলম (১৪)।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) নিখোঁজ মারুফের বাবা বেলাল বলেন, মারুফ এবং নূর আলম জেলা সদরের রামনগর ইউনিয়নের বিষমুড়ি চেয়ারম্যানপাড়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। গত শনিবার (৯ অক্টোবর) বিকেলে তারা বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যায়। কিন্তু এর পর তাদের আর সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। তবে ওই মাদ্রাসায় তাদের বাইসাইকেল দুটি পাওয়া গেছে।
নুর আলমের বাবা মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় আমি এবং মারুফের বাবা হযরত বেলাল বাদী হয়ে রবিবার (১০ অক্টোবর) নীলফামারী সদর থানায় দুটি জিডি করেছি। বিষমুড়ি চেয়ারম্যানপাড়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘ওই দুই ছাত্র বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে বাড়ি যায়। শনিবার(৯ অক্টোবর) বিকালে মাদ্রাসায় তাদের বাইসাইকেল দুটি পাওয়া গেলেও তাদের কেউ দেখতে পায়নি। পরে তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়। তিনি আরো বলেন, প্রায় একমাস আগে এই মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছিল। তাকে পরে ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছিল।
দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজের সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, এ ঘটনায় দুটি পৃথক জিডি হয়েছে। তাদের উদ্ধারে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।