ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

প্রাইভেটকারে দুই তরুণের মৃত্যু নিয়ে ধূম্রজাল

প্রকাশিত: ০১:২১, ২ সেপ্টেম্বর ২০২১

প্রাইভেটকারে দুই তরুণের মৃত্যু নিয়ে ধূম্রজাল

স্টাফ রির্পোটার ॥ রাজধানীর সেগুনবাগিচায় একটি প্রাইভেটকারের ভেতর সিয়াম মজুমদার (২০) ও রাকিব শেখ নামে দুই তরুণের মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধারের সময় প্রাইভেটকারটি কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। প্রাইভেটকারের ভেতর দুই তরুণ থাকা অবস্থায় কে বা কারা কালো কাপড় দিয়ে প্রাইভেটকারটি ঢেকে দিয়েছে। তা নিয়ে পুলিশী বিভিন্ন সংস্থার তদন্তকারী কর্মকর্তার মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কি তাদের হত্যার জন্য এ ঘটনা ঘটিয়েছে? নাকি আত্মহত্যা? এসব ঘটনার বিভিন্ন দিক বিবেচনা করে দুই তরুণের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম মাঠে নেমেছে। এদিকে পুলিশ এ ঘটনায় নিহত দুই তরুণের গ্যারেজের মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তসংশ্লিষ্টরা জানান, ঘটনার পর পরই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেসব ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তারা জানান, ওই দুই তরুণ যখন গাড়ির ভেতরে ঘুমাচ্ছিলেন। তখন কে বা কারা বাইরে থেকে প্রাইভেটকারটি কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, কালো কাপড়ে গাড়িটি ঢাকা থাকায় ওই দুই তরুণ গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস সৃষ্টির কারণে দম বন্ধ হয়ে মারা যেতে পারেন। এমনও হতে পারে কেউ তাদের বিষাক্ত কোন জাতীয় দ্রব্য খাইয়ে হত্যা করে থাকতে পারে। কারণ দুজনের মুখ ও নাক দিয়ে সাদা ফেনাজাতীয় কিছু বের হতে দেখা গেছে। ইতোমধ্যে থানা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই, র‌্যাব ও অন্য গোয়েন্দা সংস্থার সদস্য দুই তরুণের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে অনুসন্ধানে নেমেছেন।
×