ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

উইন্ডোজ আপডেট থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পুরনো পিসি

প্রকাশিত: ১৪:৫৮, ২৯ আগস্ট ২০২১

উইন্ডোজ আপডেট থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পুরনো পিসি

অনলাইন ডেস্ক ॥ সিপিইউ পুরনো হলে উইন্ডোজ ১১ আপডেট আটকে যেতে পারে তাতে। এমনকি সিকিউরিটি ও ড্রাইভার আপডেট থেকেও বঞ্চিত হতে পারেন ওই পুরনো পিসির ব্যবহারকারীরা। দ্য ভার্জ জানিয়েছে, পুরনো সিপিইউতে একটি আইএসও ফাইল ইনস্টল করে নিজ উদ্যোগে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের আপডেট ইনস্টল করা যাবে বলে জানিয়েছিলো মাইক্রোসফট। তবে ওই আইএসও ফাইল ইনস্টল করা ক্ষেত্রেও আছে কারিগরি জটিলতা। আইএসও ফাইল দিয়ে অপারেটিং সিস্টেম আপডেট করলে পরে আটকে যেতে পারে সিকিউরিটি ও ড্রাইভার আপডেট। মাইক্রোসফট এই ‘কারিগরি জটিলতা’ নিয়ে প্রাথমিক ঘোষণায় কিছু না বললেও পরবর্তীতে দ্য ভার্জকে নিশ্চিত করেছে পুরনো হার্ডওয়্যারচালিত পিসির সীমাবদ্ধতা নিয়ে। তবে ভার্জ বলছে, এটি আদতে মাইক্রোসফটের ‘বেশি প্রতিশ্রুতি দিয়ে আশা ভঙ্গের’ বদলে ‘কম প্রতিশ্রুতি দিয়ে নিজেকে রক্ষা’র কৌশল। মাইক্রোসফট জরুরী নিরাপত্তা আপডেট আটকে রাখবে, এমন আশঙ্কা খুবই কম বলে জানিয়েছে সাইটটি। তবে এই প্রসঙ্গে মাইক্রোসফট বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া এড়িয়ে যাচ্ছে। আর তাতেই ধরে নেওয়া হচ্ছে যে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন আপডেট উন্মুক্ত করার সময় পুরনো পিসির জন্য আপডেট আটকে যেতে পারে। ইনটেল অষ্টম প্রজন্মের তুলনায় পুরনো সিপিইউতে উইন্ডোজ ১১ ইনস্টল করা গেলেও সব হার্ডওয়্যারের জন্য ড্রাইভার আপডেট ‘ম্যানুয়ালি’ ইনস্টল করতে হবে। ব্যবহারকারীরা পুরনো কম্পিউটারে উইন্ডোজ ১০ ব্যবহারের ক্ষেত্রে যে সুযোগ-সুবিধা পেয়েছেন, উইন্ডোজ ১১-এর ক্ষেত্রে তেমনটা নাও হতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের নতুন পিসি কিনতে উদ্বুদ্ধ করতে চাইছে-- মন্তব্য করেছে দ্য ভার্জ।
×