ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রাজস্ব আদায়ের শীর্ষে কুমিল্লা ভ্যাট কমিশনারেট

প্রকাশিত: ১৯:৪৫, ৩ জুলাই ২০২১

রাজস্ব আদায়ের শীর্ষে কুমিল্লা ভ্যাট কমিশনারেট

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত অর্থবছরের শেষ মাসে ৬২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে কুমিল্লা ভ্যাট কমিশনারেট রাজস্ব আদায়ে শীর্ষে রয়েছে। এনবিআরের অধীন দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের কারো গত জুন মাসের লক্ষ্যযমাত্রা অর্জিত হয়নি। গত মে মাসে ভ্যাট অনলাইন রিটার্ন জমায় টানা দশবার সেরা হয় কুমিল্লা। সেপ্টেম্বর ২০২০ এ বছরের সেরা মাসিক ১৫৪ শতাংশ প্রবৃদ্ধিও কুমিল্লার। করোনা মহামারীতে নিজেদের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করে এতোসব ব্যতিক্রমী অর্জনের পেছনে রয়েছে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর নিবিড়, দক্ষ নেতৃত্ব, সার্বক্ষণিক তদারকি। তার প্রচেষ্টাতেই এই অর্থবছরেই কুমিল্লা বিগত সব অর্থবছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে। করোনা কলেও গত অর্থবছরে রাজস্ব আদায় করেছে ৩ হাজার ১৩৪ কোটি টাকা। এর আগে কুমিল্লা কমিশনারেটের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায় ছিল ২ হাজার ৯৫৪ কোটি টাকা (২০১৮-১৯ অর্থবছর)। কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এখানে যোগদানের পর সুনির্দিষ্ট নির্দেশনা ও নিবিড় মনিটরিং সার্বিক ব্যবস্থাপনার ফলে রাজস্ব আদায় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। চলতি জুন’২১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের জুন নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩৬৯ কোটির বিপরীতে ৫১০ কোটি টাকা আদায়। এ কমিশনারেটের সর্বোচ্চ রাজস্ব আদায় হয় আবুল খায়ের টোবোকো কোম্পানী লিমিটেড থেকে। কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, মহামারীতে আগের বছরের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন। সেখানে আমাদের প্রবৃদ্ধি ৬২ শতাংশ! ভয়কে জয় করে অর্জনকে এ পর্যায়ে নেয়া সহজ ছিল না। অর্থবছরের প্রথম থেকে দেড়শ সদস্যের টীমকে ৪৭টি জুম সভায় প্রশিক্ষিত ও নিবিড় মনিটরিং করা হয়েছে। প্রশিক্ষিত টীমের সদস্যরা নিরন্তর সেবা দিয়ে রাজস্ব আদায় নিশ্চিত করেছে।
×