স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার পিলকুড়ি এলাকায় এক শিক্ষককে বাসায় ডেকে এনে অন্য নারীর সঙ্গে নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইলিং করে পাঁচলাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সালাউদ্দিন শেখ ওরফে জনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ ঘটনায় ব্ল্যাক মেইলিংয়ের শিকার শিক্ষক আবু নাঈম মোঃ রাফি বাদী হয়ে শুক্রবার বিকেলে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে ফতুল্লার পিলকুনি এলাকা থেকে জনিকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ধারণ করা ভিডিওসহ ভিডিও ধারণ করার কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এর আগে গত ২৪ জুন ঘটনার বিস্তারিত জানিয়ে র্যাব-১১’র নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক।