অনলাইন ডেস্ক ॥ জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীত শিল্পী কবীর সুমন।
সোমবার ভোরে এ শিল্পীকে কলকাতার শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল হাসপাতালে (এসএসকেএম) ভর্তি করা হয় বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, হাসপাতালে ভর্তির পর কবীর সুমনের করোনাভাইরাস নমুনা সংগ্রহ করা হয়েছে; তবে রিপোর্ট এখনও হাতে আসেনি। তার বুকের এক্স-রে, সিটি স্ক্যান ও রক্ত পরীক্ষাও করা হচ্ছে।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, ৭২ বছর বয়সী সুমন গত চারদিন ধরে গলাব্যথার সঙ্গে শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
এসএসকেএম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে সুমনের চিকিৎসা চলছে বলে পত্রিকাটি জানিয়েছে।
সংবাদ প্রতিদিন লিখেছে, রবিবার রাতে সুমনের ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। আরও নিশ্চিত হতে সোমবার ভোরে হাসপাতালে তার আরটিপিসিআর পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে।
ওই রিপোর্ট পাওয়ার পর সুমনের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।