ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৫

প্রকাশিত: ১৬:৩১, ১ জুন ২০২১

২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৫

অনলাইন রিপোর্টার ॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৭৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ২ হাজার ৩০৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০ টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৭৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৮শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৬ জন। আর নারী ১৫ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
×