ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

কবিতা ॥ সিরাজী-ভাই স্মরণে

প্রকাশিত: ২১:১৫, ২৮ মে ২০২১

কবিতা ॥ সিরাজী-ভাই স্মরণে

এইতো সেদিন কথা হলো ফোনে বড্ড খুশি হয়েছিলেন হয়তো বাক্যালাপে মনের হদিস কিছুটা তো বোঝা যায়। কতোদিন পরে কথা হলো বুঝলাম যৌবনে মেধাবী প্রকৌশলী-কবি একটুও বিস্মৃত হননি সত্তরের কবিদের উত্থান কাহিনী, অমন উদ্ভট পদে বসে অনেককেই বেমালুম ভুলে যেতে দেখেছি বিস্ময়ে সে সময়ের অনিন্দ্য সখ্য, পারস্পরিক সম্পর্কগাঁথা কবিতার মায়াবী সুতোয় বোনা সারাটাদিনও! মনে আছে একজন কবি যিনি আমাকে সমীহভরে ‘আপনি’ই বলতেন, দীর্ঘদিন মফস্বলে পড়াতে পড়াতে থিতু হয়ে গেলে একবার মেয়েদের নিয়ে গিয়েছিলাম আপিসে তাঁর, কী অবাক! ‘ কেমন আছ হে...’ শুরু“করতেই একটি জরুরী অজুহাত দেখিয়ে পালিয়ে বেঁচেছিলাম সেদিন! আর কোনোদিন ওইপথ ভুলেও কখনো মাড়াইনি। ওরকম দম্ভভরে আপনি যে ভোলেননি কিছু সেই সত্য জানবার পরেও সময় পেলাম না শুভেচ্ছা বিনিময়ের! এটাই বাস্তব বুঝি! কবি, ভেবেছিলাম এবার যাবো বাংলা একাডেমি! আপনার সাথে কথা বলে বিশ-বছরের কষ্টটাই মুছে নেবো আপন তাগিদে! সেটাও হলো না তো অবশেষে! মানুষের প্রদীপ্ত ইচ্ছের কঠিন আবেগ এইভাবে পরমেশ্বর ভুলিয়ে রাখেন অনিবার্যবোধে। শুধু বলি, যেখানে গেলেন কবি সেখানে পরম আদরে গৃহীত হোন, এটাই প্রার্থনা!
×