ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ড. মোঃ হাসিবুল আলম প্রধান

অন্য আলোয় অর্ধশতক

প্রকাশিত: ২১:১৪, ২৮ মে ২০২১

অন্য আলোয় অর্ধশতক

যুক্তরাজ্যের বাংলাদেশের সাবেক হাই কমিশনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পরম শ্রদ্ধাভাজন প্রফেসর ড. এম সাইদুর রহমান খানের ‘অন্য আলোয় অর্ধশতক’ বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশের উদ্যোগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশ পেয়েছে। এটি মূলত লেখকের ১৯৬৯ সাাল থেকে শুরু করে পরবর্তী ৫০ বছরে দেশের বাইরে বিভিন্ন দেশে ভ্রমণ সংক্রান্ত কাহিনী নিয়ে একটি মজার বই। ১৯৬৯ সালে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের Central Tribal Publicity Organi“ation নামক সংস্থার উদ্যোগে মাস্টার্স শেষবর্ষে অধ্যয়নকালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম) থেকে অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে ৬ জন ও ৩টি কলেজের ৩ জন মেধাবী ছাত্র নিয়ে মোট ৯ জনের প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১৫ দিনের জন্য পশ্চিম পাকিস্তানে শুভেচ্ছা সফরে অংশগ্রহণ, এটিই লেখকের প্রথম বিদেশ যাত্রা। এ বিদেশ যাত্রার বর্ণনা নিয়ে গ্রন্থে প্রথম লেখাটি সংযুক্ত হয়েছে। এরপর ক্রমান্বয়ে গ্রন্থে লেখকের উচ্চ শিক্ষার্থে লন্ডন যাত্রা থেকে শুরু করে বিভিন্ন দেশে শিক্ষকতা, কনফারেন্সে অংশগ্রহণসহ ২০০৯ সালের মে মাস থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাংলাদেশের হাই কমিশনার (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় দেশ ভ্রমণের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। বাদ যায়নি ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলন ( ১৯৯৯ সালের ২৬ অক্টোবর থেকে ১৭ই নবেম্বর পর্যন্ত) যা প্যারিসে অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষামন্ত্রী এএসএইচ কে সাদেকের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসেবে লেখকের যোগদানের কথা। এই সম্মেলনেই বাংলাদেশ সরকারের প্রস্তাব মোতাবেক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে লেখকের সৌভাগ্য হয়েছিল দুবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ‘Commonwealth Head of the Government Meeting–CHOGM’-এ যোগদানের যার একটি অনুষ্ঠিত হয়েছিল ত্রিনিদাদের রাজধানী পোর্ট অব স্পেনে (২০০৯ সালের অক্টোবর) আর অন্যটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার পার্থে (২০১১ সালে)। এ সফর সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ দুটি লেখা স্থান পেয়েছে গ্রন্থটিতে। গ্রন্থে লেখকের ভ্রমণ তালিকায় যেসব দেশ ভ্রমণের বর্ণনা যুক্ত হয়েছে সেগুলো হলো-পশ্চিম পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাম্বিয়া, নাইজিরিয়া, ইতালি, নেপাল, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, শারজা, ফ্রান্স, চীন, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ভিয়েতনাম, ত্রিনিদাদ, নরওয়ে, পোল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, দ্বীপরাষ্ট্র মাল্টা ও ভারত। কোন কোন দেশে একাধিকবার ভ্রমণের বর্ণনা গ্রন্থে সংযুক্ত হয়েছে। গ্রন্থে স্থান পেয়েছে বিদেশ ভ্রমণে লেখকের পারিবারিক ছবিসহ অনেকগুলো দুষ্প্রাপ্য ছবি যা দেখলে পাঠকদের মন আনন্দে ভরে যাবে। লেখকের সঙ্গে অধিকাংশ দেশে তার সফরসঙ্গী হয়েছিলেন তাঁর স্ত্রী কুমু রহমান খান, এ জন্য অনেক লেখাতেই লেখক তাঁর নাম উল্লেখ করেছেন। বইটি পড়ার অনুরোধ রইল, বইটি পাওয়া যাবে ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ৩৮, বাংলা বাজার, ঢাকা-১১০০ এই ঠিকানায়। এ ছাড়া ৎড়শড়সধৎর.পড়স/রঃঃধফর-এর মাধ্যমে অনলাইনেও বইটি সংগ্রহ করা যাবে।
×