ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

জিডি করলেন শিল্পী পান্থ কানাই

প্রকাশিত: ০১:২১, ২১ এপ্রিল ২০২১

জিডি করলেন শিল্পী পান্থ কানাই

স্টাফ রিপোর্টার ॥ কয়েকদিন ধরে সঙ্গীতশিল্পী পান্থ কানাইয়ের নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয়সহ স্পর্শকাতর নানা বিষয়ে আঘাত এনে পোস্ট দেয়া হচ্ছে। কিন্তু পান্থ কানাই জানান, ওই আইডিটি তার নয় এবং সেজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর পল্লবী থানায় তার নামে খোলা ভুয়া আইডির বিরুদ্ধে (জিডি) করেছেন এই গায়ক। এ প্রসঙ্গে পান্থ কানাই বলেন, বেশ কিছুদিন ধরে আমার কয়েকজন শুভাকাক্সক্ষী বলছেন, আমার নামের একই এ্যাকাউন্ট থেকে নানা ধরনের পোস্ট করা হচ্ছে। এমনকি মেসেজও পাঠানো হচ্ছে। বিষয়টি খুবই গুরুতর। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মীয়সহ স্পর্শকাতর নানা বিষয়ে আঘাত করা হচ্ছে। তাই আমি সচেতন নাগরিক হিসেবে থানায় বিষয়টি অবহিত করলাম। তিনি আরও জানান, ফেসবুকে বাংলায় ‘পান্থ কানাই’ প্রোফাইল ও ইংরেজীতে তার নামে পেজ রয়েছে। কিন্তু তার নয়, এমন প্রচুর এ্যাকাউন্ট রয়েছে। যে আইডিগুলো থেকে নিয়মিত নানা ধরনের পোস্ট দেয়া হয়। তাই তিনি বিভ্রান্তি দূর করতে জিডি করেছেন। ২০০৩ সালে পান্থ কানাইয়ের সর্বশেষ একক এ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’ প্রকাশ পায়। মাঝখানে বিরতি দিয়ে ২০১৬ সালে অনলাইনে প্রকাশ হয়েছিল তার তিন গানের এ্যালবাম ‘দেহখাঁচা’। মাঝেমধ্যে গেয়েছেন মিশ্র এ্যালবামেও।
×