অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মতোই নিয়ালকো এ্যালুস লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআও) মাধ্যমে পুঁজিবাজার থেকে সাড়ে সাত কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে।
গত ১৫ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭০তম সভায় প্রথম এসএমই কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এসএমই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নিয়ালকো এ্যালুসকে সাত কোটি ৫০ লাখ টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দেয়া হয়। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআও) নিয়ম অনুসারে ৭৫ লাখ শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে কিউআওর মাধ্যমে ইলিজেবল ইনভেস্টরসের নিকট (যোগ্য বিনিয়োগকারীদের কাছে) ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
গতবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা।