ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

আর্সেনালকে উড়িয়ে দিল লিভারপুল

প্রকাশিত: ১২:০১, ৪ এপ্রিল ২০২১

আর্সেনালকে উড়িয়ে দিল লিভারপুল

অনলাইন ডেস্ক ॥ প্রথমার্ধে ছন্দহীন লিভারপুল জ্বলে উঠল বিরতির পর। চার মিনিটে দুই গোলের পর জালের দেখা পেল আরও একবার। আর্সেনালকে তাদের মাঠেই উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল। এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লিভারপুল। জোড়া গোল করেন দিয়োগো জোতা, একটি মোহামেদ সালাহ। গত সেপ্টেম্বরে দলটির বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-১ গোলে জিতেছিল শিরোপাধারী লিভারপুল। শুরু থেকে লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কেউই। বিরতির আগে গোলের উদ্দেশে সফরকারীদের ছয় শটের একটি ছিল লক্ষ্যে, স্বাগতিকরা শট নিতে পারে কেবল একটি। প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগটি পান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ৩৬তম মিনিটে জেমস মিলনারের কাট ব্যাক ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাইরে মেরে হতাশ করেন লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার। ৬৪তম মিনিটে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন তিন মিনিট আগেই বদলি নামা জোতা। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ফাবিনিয়োর বাড়ানো বল ধরে একজনের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে শট নেন মিশরের এই ফরোয়ার্ড, গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ায়। ৮২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জোতা। সালাহর পাস ডি-বক্সে খুঁজে পায় সাদিও মানেকে। সেনেগালের এই ফরোয়ার্ড অবশ্য বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ১০ গজ দূর থেকে শটে নিজের দ্বিতীয় গোলটি করেন জোতা। ৩০ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আর্সেনাল। অন্য ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে ৩০ ম্যাচ খেলা লেস্টার। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ৫-২ গোলে হারা চেলসি ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
×