ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর পেজ সাময়িকভাবে বন্ধ করল ফেসবুক

প্রকাশিত: ১০:৩২, ২৮ মার্চ ২০২১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর পেজ সাময়িকভাবে বন্ধ করল ফেসবুক

অনলাইন ডেস্ক ॥ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পেজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, কোভিড-১৯–সংক্রান্ত নীতিমালা ভঙ্গের দায়ে পেজটি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, মাদুরোর পেজ থেকে করোনার প্রতিষেধক নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছিল। এটি ফেসবুকের নীতিমালার বিরোধী। ফেসবুকের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দফায় দফায় নীতিমালা ভঙ্গের দায়ে এক মাসের জন্য পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে এতে কিছু পোস্ট করা যাবে না। তবে আগের পোস্টগুলো দেখা যাবে। কোভিড-১৯ থেকে সুরক্ষায় মুখে খাওয়ার একটি দ্রবণকে অলৌকিক ওষুধ বলে উল্লেখ করেছিলেন মাদুরো। গত জানুয়ারিতে কোনও প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, ওই দ্রবণটি খেলে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা নিশ্চিতভাবে সুস্থ হয়ে যাবেন। এক পর্যায়ে নীতিমালা লঙ্ঘনের দায়ে মাদুরোর পেজ থেকে করোনা সংক্রান্ত একটি ভিডিও সরিয়ে ফেলে ফেসবুক কর্তৃপক্ষ। এরপরও দফায় দফায় নীতিমালা ভঙ্গ করায় এক মাসের জন্য পেজটি মিউট করে দেওয়া হয়েছে। এ সময় লোকজন এটি দেখতে পেলেও অ্যাডমিনরা পেজে নতুন করে কিছু পোস্ট করার সুযোগ পাবেন না। সূত্র: রয়টার্স, বিবিসি।
×