ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

বরিশালে কেটে নেয়া সরকারী গাছের আংশিক উদ্ধার

প্রকাশিত: ১৪:৩১, ৪ মার্চ ২০২১

বরিশালে কেটে নেয়া সরকারী গাছের আংশিক উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারের বিরুদ্ধে পয়সারহাট বন্দরের সরকারী সম্পত্তির গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। বিক্রি করার পর কাটা গাছের আংশিক জব্দ করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ফিরোজ সিকদার ও তার সহযোগিদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ এবং গাছ কাটার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। সূত্রমতে, প্রশাসনের কোন অনুমতি ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে উপজেলার অন্যতম বাণিজ্যিক বন্দর পয়সারহাটের সরকারী জমি থেকে অতিসম্প্রতি প্রায় অর্ধ লাখ টাকা মূল্যের গাছ বিক্রি করে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার। স্থানীয়দের কাছে গাছ বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম উপজেলা বনায়ন কর্মকর্তা মনীন্দ্র নাথ হালদারকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বনায়ন কর্মকর্তা বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সরকারি জমি থেকে কাটা গাছের অংশ বিশেষ স্থানীয় একটি স্ব মিল থেকে জব্দ করেন। ওই বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, ফিরোজ শিকদার নিজের প্রভাব খাটিয়ে বহুল বির্তকিত সাবেক সিইসি বিচারপতি এমএ আজিজের বোনের ছেলে স্থানীয় লালমিয়া শিকদার, যুবদল নেতা রোমেল শিকদারকে সাথে নিয়ে সরকারিভাবে নির্মিত মাল্টি শেডের দুটি দোকান ঘর দখলে নিয়ে তা গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে ও মাল্টি শেডের সামনের জায়গা দখল করে তিনটি দোকান ঘর তুলে ভাড়া দিয়েছেন। অভিযুক্ত ফিরোজ শিকদার বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ থাকায় স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য তা বিক্রি করা হয়েছে। গাছের প্রতি উপজেলা নির্বাহী অফিসারের দাবি থাকলে আমাদের কোন আপত্তি নেই। মাল্টি শেডের দুটি ঘর দখলের অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ঘর চাইলে তাদের বাজারের মধ্যে বসার জন্য ব্যবস্থা করে দেয়া হয়েছে। বাজার কমিটির সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস জানান, গাছ বিক্রির খবর তিনি স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে শুনে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম কাটা গাছ জব্দ করার সত্যতা স্বীকার করে বলেন, কার অনুমতি নিয়ে সরকারি সম্পত্তির গাছ কাটা হয়েছে তা শোনার জন্য ফিরোজ শিকদারকে তার অফিসে তলব করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
×