ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১৫:৫৫, ৩ মার্চ ২০২১

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ জমি-জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর হরিপুর-বোর্ডঘর পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হরিপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মজিবুর রহমান (৫৩)। পুলিশ জানায়, নিহত মজিবুর রহমানের সাথে প্রতিপক্ষ হরিপুর এলাকার মৃত আলহাজ্ব তোসলিম উদ্দিনের ছেলে মোশারফের দীর্ঘদিন থেকে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এমনকি এনিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও সকালে মোশাররফের লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে ঐ জমিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এসময় নিহত মজিবুর বাধা দিতে গেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নিহত মজিবুরকে ধাক্কা দিলে তিনি গর্তে পড়ে যায়। সেখানেই অজ্ঞান হয়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে অটোরিকশাতে করে অজ্ঞান অবস্থায় মজিবুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে এবং মামলার প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×