ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

‘একটি গন্ধমের লাগিয়া’খ্যাত গায়ক জানে আলম আর নেই

প্রকাশিত: ০১:২৬, ৩ মার্চ ২০২১

‘একটি গন্ধমের লাগিয়া’খ্যাত গায়ক জানে আলম আর নেই

স্টাফ রিপোর্র্টার ॥ প্রখ্যাত পপ তারকা জানে আলম মারা গেছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ কিংবদন্তি মারা গেছেন বলে জানিয়েছেন তিনি। খবর বাংলানিউজের। সোহেল জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর জানে আলমকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তবে তিনি ভাইরাসমুক্ত হয়েছিলেন। কিন্তু এরপর তার নিউমোনিয়া দেখা দেয়। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। ‘একটি গন্ধমের লাগিয়া’খ্যাত সঙ্গীতশিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। পপ গানের চার স্থপতি ফিরোজ সাই, আজম খান, ফেরদৌস ওয়াহিদের সঙ্গে জানে আলমের নাম রয়েছে।
×