ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

সাভারে সাবেক সেনা সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত: ০০:৫৫, ১ মার্চ ২০২১

সাভারে সাবেক সেনা সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ ফেব্রুয়ারি ॥ সাভারে সাবেক সেনা সদস্য ফজলুল হক (৪৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজমুল হাসান। নিহত ফজলুল হক মানিকগঞ্জের শিবালয় থানার কাতরাসীন শশীনারা গ্রামের বাসিন্দা। তিনি পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করতেন। গ্রেফতারকৃতরা হলো-খুলনা জেলার সোনাডাঙ্গা থানার রায়েরমহল গ্রামের মৃত শেখ কিসলু রহমানের ছেলে মোঃ জনি (৩২), পাবনার আমিনপুর থানার টাংবাড়ি গ্রামের সাত্তার শেখের ছেলে মাসুম শেখ (৩৫) ও একই জেলার সুজানগর থানার উদয়পুর গ্রামের মৃত আশু মিয়ার ছেলে আব্দুর রব মিয়া (৪২)। জানা গেছে, গত ২৩ জানুয়ারি সন্ধ্যারদিকে গ্রেফতারকৃত আসামিরা মানিকগঞ্জের উথুলি বাসস্ট্যান্ড থেকে ফজলুল হককে তার কর্মস্থল ঢাকায় পৌঁছে দেয়ার কথা বলে একটি প্রাইভেটকারে ওঠায়। পরে তার হাত-পা বেঁধে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে ফজলুল হক চিৎকার করলে আসামিরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় তার লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনার ৩৫ দিন পর শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে তাদের টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে বিকাশ কিংবা নগদে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করত। আর মুক্তিপণ না পেলে তাকে হত্যা করে নির্জনস্থানে ফেলে পালিয়ে যেত।
×