ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সমস্ত সরকার

ফুলপরীদের মেলা

প্রকাশিত: ২০:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ফুলপরীদের মেলা

ছোটদের জন্য অত্যন্ত চমৎকারভাবে স্বপ্ন মিশিয়ে অনেক রূপকথার গল্প লিখেছেন সালমা কিবরিয়া। তার শিশুসাহিত্যে মিশে রয়েছে তার শুভ্র, সরল, নিষ্পাপ মনের মাধুর্য। ইতোমধ্যে তার আঠারোটি বই প্রকাশ হয়েছে। পরীদের নিয়ে লেখা সালমা কিবরিয়ার গল্পগুলো অতুলনীয়। ‘ফুলপরীদের মেলা’ প্রবন্ধ, কবিতা ও রূপকথার এক বর্ণিল আয়োজন। সালমা কিবরিয়ার রূপকথায় যেমন ছোটদের মধ্যে সততা, নিষ্ঠা ও কর্মমুখরতার প্রেরণা ছড়িয়ে থাকে তেমনি তার প্রবন্ধ ও কবিতাতেও আনন্দ ছড়ানোর পাশাপাশি নৈতিক শিক্ষা প্রচারের একটি সূক্ষ্ম চেষ্টা লক্ষ্য করা যায়। ফুলপরীদের মেলা গ্রন্থটিজুড়েই আছে এর প্রতিফলন। সালমা কিবরিয়ার রূপকথার গল্প আমাদের আলোকিত করে, আন্দোলিত করে, ভালকে চিনতে জানতে সহায়ক ভূমিকা পালন করে। ফুলপরীদের মেলায় বইয়ে এগারোটি প্রবন্ধ রয়েছে। ছিয়াত্তরটি কবিতা পাঠককে শুধু আনন্দ নয়, দেবে অন্যরকম ভালবাসার পরশ। শিশুদের জন্য সালমা কিবরিয়ার লেখা একটি আদর্শ এবং মনোমুগ্ধকর। শিশুদের মনের ভেতর সব সময় একটা রূপকথার মায়াবী পরশ জড়িয়ে থাকে। শিশুরা রূপকথার রাজ্যে ঘুরে বেড়ায় আপনমনে। যদিও প্রযুক্তি শিশুদের রূপকথার রাজ্য থেকে দূরে সরিয়ে রাখতে তৎপর। কিন্তু প্রযুক্তি যতই আসুক, আধুনিকতা আসুক-শিশুদের মনের সেই রূপকথার রাজ্য সালমা কিবরিয়া কখনও হারিয়ে যেতে দেবেন না। সে তার আশ্চর্য সুন্দর সাবলীল কথামালা দিয়ে শিশুদের মাঝে রূপকথার স্বপ্ন ছড়িয়ে দিচ্ছে। আমাদের শিশুসাহিত্য ক্রমাগত তার লেখায়, বৈচিত্র্য সম্ভারে সমৃদ্ধ হচ্ছে, গুণসম্পন্ন হচ্ছে, ঝলমলে হচ্ছে এবং মনে হচ্ছে আমাদেরও তার সঙ্গে অনেকদূর যেতে হবে-সেই রূপকথার রাজপুত্রের মতো। লেখাগুলো শিশুদের পাঠপ্রিয় মনকে আরও উস্কে দেবে। তিনি ছোটদের মধ্যে ছড়িয়ে দেন দেশাত্মবোধ, মাতৃভক্তি। একুশ, একাত্তরের চেতনা বুকে এঁকে দেন লাল সবুজ মানচিত্র ও সততা, নিষ্ঠা, নৈতিকতা। এই বইটি বাংলা শিশুদের মনোজগত সমৃদ্ধ করবে। ‘ফুলপরীদের মেলা’ রঙিন ১৯২ পৃষ্ঠাটার বইটি প্রকাশ করেছে অনন্যা। প্রকাশকাল ১ ফেব্রুয়ারি ২০২১। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রবিউল হোসেন রবি। বইটির দাম রাখা হয়েছে ১৫০০ টাকা।
×