ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ক্ষুদ্র উদ্যোক্তা ও অপ্রাতিষ্ঠানিক খাতের জন্য নতুন প্রণোদনার সুপারিশ সিপিডির

প্রকাশিত: ১৯:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২১

ক্ষুদ্র উদ্যোক্তা ও অপ্রাতিষ্ঠানিক খাতের জন্য নতুন প্রণোদনার সুপারিশ সিপিডির

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাস সঙ্কট থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে পিছিয়ে থাকা ছোট উদ্যোগ, অপ্রাতিষ্ঠানিক খাত এবং গ্রামীণ কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় দফায় স্টিমুলাস প্যাকেজ প্রণয়নের সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এছাটা সুবিধাভোগীদের কাছে দ্রুত এর সুবিধা পৌঁছাতে নতুন প্যাকেজে ব্যাংকের ভূমিকা আরও কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। রবিবার সিপিডির নিয়মিত আয়োজন ‘ইনডিপেনডেন্ট রিভিউ অব বাংলাদেশ ডেভেলপমেন্ট (আইআরবিডি) প্রোগ্রাম’-এর আওতায় দেশের অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরতে আয়োজন করা সংবাদ সম্মেলনে এমন সুপারিশ করা হয়। অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় সিপিডির সিনিয়র ফেলো তাওফিকুল ইসলাম খান বলেন, অর্থনীতির সব খাত করোনার ক্ষতি থেকে সমানভাবে পুনরুদ্ধার নিশ্চিত করতে পারছে না। বড় ও মাঝারি খাত এগিয়ে থাকলেও মাইক্রো ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো অনেকটাই পিছিয়ে। এ হিসাবে বর্তমান পুনরোদ্ধারের গতি কে-শেপড, মাইক্রো ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর অবস্থার অবনতি হচ্ছে। তিনি এ সময় বলেন, করোনা থেকে পুনরুদ্ধারে সরকারের ঘোষণা করা প্রণোদনা সব খাতে সমানভাবে বিতরণ হয়নি। জানুয়ারি পর্যন্ত কৃষি খাতের প্রণোদনার অর্ধেকও বিতরণ হয়নি। ব্যাংকের সঙ্গে সম্পর্ক না থাকায় ছোট খাতের উদ্যোক্তারা প্রণোদনা পাচ্ছেন না। তিনি আরও বলেন, বিতরণ করা প্রণোদনার টাকা কারা পাচ্ছেন, এ প্রণোদনার কতটুকু ইচ্ছাকৃত খেলাপীদের হাতে যাচ্ছে, আর কতটুকু অনাদায়ী থাকার আশঙ্কা রয়েছে- এসব বিষয়ে সার্বিক পর্যালোচনা প্রয়োজন। পাশাপাশি যারা প্রণোদনা পাননি, তাদের জন্য নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা প্রয়োজন। আর অপ্রাতিষ্ঠানিক খাতের ছোট উদ্যোক্তাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে এ প্রনোদনায় ব্যাংকের ভূমিকা কমাতে হবে।
×