ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

কয়েক মাসের মধ্যেই শিশুদের করোনা টিকা পাওয়ার আশা

প্রকাশিত: ০১:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২১

কয়েক মাসের মধ্যেই শিশুদের করোনা টিকা পাওয়ার আশা

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের টিকা দেয়া শুরু হলেও শিশুদের টিকার বিষয়ে এখনও কোন ঘোষণা আসেনি। শিশু সন্তানদের নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার অবসানে তাদের জন্য টিকার বিষয়ে কাজ চলছে বলে খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। খবর বিবিনিউজের। শুক্রবার তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুই টিকা উৎপাদক কোম্পানি ফাইজার ও মডার্না এরইমধ্যে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে ১২ বছর এবং তার বেশি বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করেছে। আগামী গ্রীষ্ম নাগাদ (১ জুন থেকে ৩১ আগস্ট) এই পরীক্ষার ফল পাওয়ার আশা করছে তারা। এই বয়সী শিশুদের ওপর টিকার কার্যকারিতার ওপর ভিত্তি করে কোম্পানি দুটি আরও ছোট শিশুদের ওপর তার পরীক্ষামূলক প্রয়োগ করতে পারে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন সাধারণত ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা পর্যালোচনায় কয়েক সপ্তাহ সময় নিয়ে থাকে, সব ঠিক থাকলে পরপরই টিকার অনুমোদন দেয় তারা। করোনাভাইরাসের টিকা নিয়ে আসা অন্য তিনটি কোম্পানি জনসন এ্যান্ড জনসন, নোভাভ্যাক্স ও এ্যাস্ট্রাজেনেকাও শিশুদের ওপর তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করেছে। তবে তারা এখনও বেশ খানিকটা পিছিয়ে রয়েছে।
×