অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল। তবে সিরিয়ার সেনাবাহিনী এসব হামলা প্রতিহত করেছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়।
তবে কুনেইত্রা প্রদেশের আকাশেই সিরিয়ার সামরিক বাহিনী এসব হামলা প্রতিহত করে।
ইসরাইলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করার ঘটনাটি ভিডিও ফুটেজের মাধ্যমে গণমাধ্যমে দেখিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী।
সিরিয়ায় দখলদার ইসরাইল মাঝে মধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।