ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

রামোসকে কিনতে প্রস্তুত ইউনাইটেড

প্রকাশিত: ০০:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২১

রামোসকে কিনতে প্রস্তুত ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ আধুনিক ফুটবলের সেরা ডিফেন্ডার সার্জিও রামোস। বয়সে চৌত্রিশকেও ছাড়িয়ে গেছেন। আগামী জুনের ৩০ তারিখে রিয়াল মাদ্রিদের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে যাবে স্প্যানিশ এই তারকা ফুটবলারের। এরপর যে কোন ক্লাবেই চলে যেতে পারবেন ফ্রিতে। রামোসকে তাই নেয়ার জন্য অনেকগুলো ক্লাবই আগ্রহ দেখাচ্ছে। এবার এই তালিকায় উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, আগামী দুই বছরের জন্য রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ ডিফেন্ডারকে দলে ভেড়াতে প্রস্তুত ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি। ২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন সার্জিও রামোস। এর পরের গল্পটা শুধুই এগিয়ে চলার। এখন পর্যন্ত দলটির হয়ে ৭৪৩ ম্যাচ খেলে ১০৫ গোল করেছেন এই ডিফেন্ডার। দীর্ঘ সময় সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার পর গত বছর ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছিলেন স্প্যানিশ ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। দীর্ঘদিনের প্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ থেকেই বিদায় নিতে চেয়েছিলেন তিনি। এরপরই রামোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কথা বলে রিয়াল। কিন্তু স্প্যানিশ ক্লাবটি এক বছরের বেশি চুক্তির মেয়াদ বাড়াতে চায় না। সেইসঙ্গে কিছু শর্তও জুড়ে দেয়া হয়। এর মধ্যেই অবশ্য গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি উঠে আসে। সেই প্রেক্ষাপটে অভিজ্ঞ এই রক্ষণসৈনিককে দলে ভেড়াতে আগ্রহী হয়ে উঠে ইউরোপের কিছু শীর্ষ সারির ক্লাব। সর্বশেষ এই তালিকায় যোগ হয় ম্যানইউর নাম। এর পেছনে কারণও রয়েছে। গত অর্ধযুগেরও বেশি সময় ধরে প্রিমিয়ার লীগে বাজে সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশেষ করে স্যার এ্যালেক্স ফার্গুসনের অবসরের পর থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি রেড ডেভিলরা। তবে ওলে গানার সোলসজায়েরের অধীনে এই মুহূর্তে বেশ ভালই খেলছে ম্যানইউ। বিশেষ করে দীর্ঘ সময় পর এখন প্রিমিয়ার লীগের শিরোপা পুনরুদ্ধারেরও স্বপ্ন দেখছে ম্যানইউ। সেজন্যই আলাদা করে চোখ রাখছে তারা সার্জিও রামোসের উপরে। যদিওবা ধারণা করা হচ্ছিল ওলে গানার হয়তোবা তরুণ ফুটবলারদের দিকেই দৃষ্টি দেবেন। কিন্তু এডিনসন কাভানিকে দলে ভিড়িয়ে ইতোমধ্যেই সেই ভুল ভেঙ্গে দিয়েছে ম্যানইউ। রিয়ালের অধিনায়ক হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতেছেন রামোস। এছাড়া খেলোয়াড় হিসেবে লা লিগা, সুপার কোপা, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও কোপা ডেল রের শিরোপা জিতেছেন তিনি। ম্যানইউ ছাড়াও তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি এবং প্যারিস জায়ান্ট পিএসজিও দলে ভেড়াতে চায় সার্জিও রামোসকে। শুধু তাই নয়, বিস্ময়করভাবে এই তালিকাতে আছে লিভারপুলের নামটিও। রামোস এবং লিভারপুলের সম্পর্ক মধুর নয়। চ্যাম্পিয়নস লীগ ফাইনালে লিভারপুলের মোহাম্মদ সালাহকে ফাউল করেছিলেন রামোস। সেই ফাউলের কারণে মাঠ ছাড়তে হয় সালাহকে। তারপরই রামোসের নিন্দা শুরু করে লিভারপুল ভক্তরা। অবশ্য ফুটবলে এসব অতীত ইতিহাস দেখার সময় কই। লিভারপুলের একজন সেন্টারব্যাক প্রয়োজন। আর সেটা যদি রামোস হয় তাহলে খারাপ কি।
×