ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

অনলাইন নিলামে উঠবে ১১শ’ টন পেঁয়াজ!

প্রকাশিত: ০০:৫৩, ১৭ জানুয়ারি ২০২১

অনলাইন নিলামে উঠবে ১১শ’ টন পেঁয়াজ!

অনলাইনে এক হাজার ১০০ টন পেঁয়াজ নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ, যার মূল্য ধরা হয়েছে আনুমানিক চার কোটি টাকা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত কাস্টমসের ওয়েবসাইটে এ নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিতে পারবেন। এর আগে ১৭ ও ১৮ জানুয়ারি একই ওয়েবসাইটে পণ্য পরিদর্শনের সুযোগ পাবেন তারা। এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, জাহাজ থেকে পণ্য খালাসের ৪৫ দিনের মধ্যে কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট আমদানিকারককে পণ্য খালাস করে নিতে হয়। এর মধ্যে খালাস না করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসব পণ্য নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় চীন, নিউজিল্যান্ড, মিসর, পাকিস্তান ও তুরস্ক থেকে আমদানিকৃত ১ হাজার ১০০ টন পেঁয়াজ অনলাইনের মাধ্যমে নিলামে তোলা হচ্ছে। যার মূল্য প্রায় চার কোটি টাকা। নিয়ম মেনে এ নিলামে অংশ নিতে পারবেন আগ্রহীরা। অর্থনীতি ডেস্ক
×