মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার পরপরই বড় ধরনের ধসের মুখে পড়েছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমির শেয়ারের দাম। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়ার পর শুক্রবারই হংকং পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮ শতাংশ।
বৃহস্পতিবার নতুন করে নয়টি চীনা প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব প্রতিষ্ঠান চীনা সেনাবাহিনীর মালিকানায় অথবা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। ক্ষমতা ছাড়ার একেবারে শেষে এসে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চীনের এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প প্রশাসন। মার্কিন নিষেধাজ্ঞার এবারের তালিকায় রয়েছে শাওমি, কোম্যাকের মতো ব্র্যান্ডগুলোও। নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর চীনা পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র ঝাও লিজিয়ান শুক্রবার তার দেশের ব্যবসায়ী-বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেছেন, চীন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবে। কারণ, চীন তার দেশের বিনিয়োগ-ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে চায়। মার্কিন নিষেধাজ্ঞা চীনা প্রতিষ্ঠান শাওমির জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। কারণ, কয়েকদিন আগেই শাওমি এ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে। এর আগে আরও অন্তত ৩৫টি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। যে তালিকায় রয়েছে টেক জায়ান্ট হুয়াওয়ে, চিপ নির্মাতা এমএমআইসির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো।