ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ক্যাপিটল হিলে হামলা, দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ১০:২০, ১২ জানুয়ারি ২০২১

ক্যাপিটল হিলে হামলা, দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ১০ পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে তদন্ত হচ্ছে। সাবেক ও বর্তমান আইনশৃঙ্খলাবাহিনীর কেউ এর সঙ্গে জড়িত কী না সেই তদন্তও চলছে। গত সপ্তাহে ওই হামলা চলাকালেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ নিয়েও খবরও প্রকাশ করেছিল বিভিন্ন গণমাধ্যম। ভিডিওতে হামলার সময় এক পুলিশ কর্মকর্তাকে হামলাকারীদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে। আরেক পুলিশ কর্মকর্তাকে ট্রাম্পের নির্বাচনী স্লোগান 'আমেরিকাকে আবারও মহান করো' লেখা টুপি পরে হামলাকারীদের দিক নির্দেশনা দিতে দেখা গেছে। 'কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান' এ স্লোগানে আন্দোলনের সময় ক্যাপিটল হিলে বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিল পুলিশ। কিন্তু কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে বহু ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলে অবাধে প্রবেশ করতে পেরেছিলেন। বিক্ষোভে পুলিশ সহযোগিতা করেছিল কী না সেই তদন্তও চলছে।
×