ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নরওয়েতে ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর দুজনের মৃত্যু

প্রকাশিত: ০১:০২, ৭ জানুয়ারি ২০২১

নরওয়েতে ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর দুজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নেয়ার পর নার্সিং হোমের দুই বাসিন্দার মৃত্যু হয়েছে। নরওয়ের মেডিসিন্স এজেন্সি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ মৃত্যুর ঘটনা দুটি তদন্ত শুরু করেছে। খবর ডিএনএ ইন্ডিয়ার। খবরে বলা হয়েছে, দুজনের মৃত্যুর ঘটনায় শঙ্কিত বিজ্ঞানী ও চিকিৎসকরা। ফাইজারের ভ্যাকসিন নেয়ার কয়েক দিনের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে পর্তুগালেও একই রকম ঘটনা ঘটেছে। সেখানে এক শিশু চিকিৎসকের মৃত্যু হয়েছে ভ্যাকসিন নেয়ার দু’দিন পরে। নরওয়ের মেডিসিন্স এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্যাকসিন নেয়ার কয়েক দিনের মাথায় দুজনের মৃত্যুর খবর আমরা ৫ জানুয়ারি পেয়েছি। বৃদ্ধাশ্রমের এই দুই বাসিন্দা ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবর অনুসারে, ১ জানুয়ারি ৪১ বছরের নার্স সোনিয়া আসেভেডো নিজেদের আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর ৪৮ ঘণ্টা আগে তিনি ফাইজারের করোনা ভ্যাকসিন নিয়েছিলেন।
×