নিজস্ব সংবাদদাতা,পটিয়া,চট্টগ্রাম, ॥ চট্টগ্রামের পটিয়ায় পানি চলাচলের একটি খালের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে পটিয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইনামুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
এসময় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকার একটি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে উপজেলার শান্তিরহাট এলাকায় অবৈধভাবে পার্কিং করার অভিযোগে মো. দিদার নামের এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পটিয়া থানা পুলিশ সহযোগিতা করেন।
জানা গেছে, উপজেলার ইন্দ্রপুল থেকে শুরু করে গৈড়লার টেক, শাহগদী মার্কেট এলাকা, মনসা বাদামতল, পাচুরিয়া ও মিলিটারিপুল এলাকায় যে শাখা খাল রয়েছে তাতে বিভিন্ন লোকজন অবৈধ স্থাপনা নির্মাণ করেন।
গত ২৩ মার্চ দৈনিক জনকণ্ঠে ‘পটিয়ায় খাল দখল করে স্থাপনা নির্মাণ’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়। খাল দখল ছাড়াও স্থানীয় কিছু ব্যক্তি শিল্প কারখানার বর্জ্য ফেলার কারণে শাখা খালের পানিও বর্তমানে দুষিত।
পটিয়া সহকারী কমিশনার (ভুমি) মো. ইনামুল হাসান জানিয়েছেন, কর্ণফুলী নদীর শাখা খাল দখল করে মনসা বাদামতল এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণের কারণে বর্ষা মওসুমে পানি চলাচলে বিঘ্নিত হয়।তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।