ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

ফাইজার ভ্যাকসিনের প্রথম চালান নিয়ে দুবাইয়ে এমিরেটস

প্রকাশিত: ১৪:৫৭, ২৬ ডিসেম্বর ২০২০

ফাইজার ভ্যাকসিনের প্রথম চালান নিয়ে দুবাইয়ে এমিরেটস

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভ্যাকসিন পরিবহন শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্স। এয়ারএলাইন্সটির কার্গো পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো প্রথমবারের মতো ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের একটি চালান ২২ ডিসেম্বর ব্রাসেলস থেকে দুবাই নিয়ে এসেছে। এই ভ্যাকসিন ব্যবহার করবে দুবাই হেলথ অথরিটি। আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস। এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ মাহমেদ বিন সাঈদ আল মাকতুম জানান, এমিরেটস স্কাইকার্গো সৌজন্য মূলকভাবে ভ্যাকসিনের চালানটি পরিবহন করেছে। অগ্রাধিকার ভিত্তিতে আনলোড করার পর কন্টেইনারগুলো ক্লিয়ারেন্স ও ডেলিভারির জন্য এমিরেটস স্কাইফার্মা স্থাপনায় নিয়ে যাওয়া হয়। সম্প্রতি এমিরেটস স্কাইকার্গো কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনের লক্ষ্যে দুবাইয়ে বিশ্বের বৃহত্তম এয়ারসাইড সুবিধা উদ্বোধন করেছে। এখানে ১ কোটি ডোজ ভ্যাকসিন সর্বাবস্থায় ২-৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। আধুনিক অবকাঠামো, বিস্তৃত নেটওয়ার্ক ও আধুনিক সুপরিসর উড়োজাহাজ বহর নিয়ে এমিরেটস স্কাইকার্গো কোভিড-১৯ ভ্যাকসিন দ্রুত ও নিরাপদে প্রস্তুতকারকদের কাছ থেকে ৬ মহাদেশে পরিবহন করতে সক্ষম।
×