ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ডিজিটাল প্রাণিসেবা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ২১:২৬, ২৫ ডিসেম্বর ২০২০

ডিজিটাল প্রাণিসেবা বিষয়ক সেমিনার

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) ‘প্রিসিশন ফার্মিং উইথ আদর্শ প্রাণিসেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক পূর্বা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ^বিদ্যালয়ের (সিভাসু) সাবেক উপাচার্য ড. এ. এস. মাহফুজুল বারি। এছাড়াও সেমিনারে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদর্শ প্রাণিসেবা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক। ইটভাঁটিকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২৪ ডিসেম্বর ॥ লাইসেন্স না থাকা, কাঠ পোড়ানো ও বনবিভাগের জায়গা দখল করার অভিযোগে মেসার্স ফাইজা ব্রিক ম্যানুফ্যাকচার নামে একটি ইটভাঁটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে। ইটভাঁটিটির মালিক হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটি এম সিরাজ উদ্দিন। জানা যায়, মেসার্স ফাইজা ব্রিক ম্যানুফ্যাকচার নামে এই ইটভাঁটিতে প্রতিনিয়ত জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। এই সময় ইটভাঁটির ম্যানেজার ইব্রাহীম প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া ভাঁটিটি দীর্ঘদিন বনবিভাগের জায়গা দখলেরও অভিযোগ রয়েছে।
×