ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গায় জড়িত বাচ্চুকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ০০:১১, ২১ ডিসেম্বর ২০২০

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গায় জড়িত বাচ্চুকে খুঁজছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২০ ডিসেম্বর ॥ কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় জড়িত যুবলীগ নেতা আনিসের অন্যতম সহযোগী বাচ্চু এখনও পলাতক রয়েছে। পুলিশ তাকে খুঁজছে। এদিকে শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) দ্বিতীয় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে কুমারখালী থানা পুলিশ। এ সময় আদালত আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রিমান্ডে চাওয়া আসামিরা হলেন, কয়ার রায়ডাঙ্গা গ্রামের মহিরুদ্দিন শেখের ছেলে কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান আনিস (৩৫), তার ক্যাডার কয়া গ্রামের শাহাব উদ্দিন ম-লের ছেলে হৃদয় হোসেন (২০) ও ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০)। পুলিশ জানায়, ভাস্কর্য ভাংচুর ঘটনায় জড়িত চার আসামির মধ্যে এক আসামি এখনও পলাতক রয়েছে। বাচ্চু নামের ওই আসামি গ্রেফতার হওয়া আনিসুর রহমানের অন্যতম সহযোগী। তাকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, শনিবার গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে রিমান্ড শুনানি না হওয়ায় আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার রেশ কাটতে না কাটতেই বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় কুষ্টিয়াসহ দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। নিন্দা ও প্রতিবাদ জানায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
×