জবি সংবাদদাতা ॥ দেশের সর্বাধিক সংখ্যক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২০-২১-এর নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলে পরিসংখ্যান ইউনিটের সিনিয়র রোভার মেট মোঃ কামরুল হাসানকে সভাপতি এবং ব্যবস্থাপনা ইউনিটের সিনিয়র রোভার মেট আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে উপস্থিত সিনিয়র রোভার মেটদের ব্যালট ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল নির্বাচিত হয়। এরপর জবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন কমিটি ঘোষণা করেন। এ সময় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেরস ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার। নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দুটি পদে হিসাববিজ্ঞান ইউনিটের সিনিয়র রোভার মেট মোল্লা মামুন হাসান ও লোকপ্রশাসন ইউনিটের সিনিয়র রোভার মেট আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন ইউনিটের সিনিয়র রোভার মেট মোঃ নবাব হোসেন।