স্টাফ রিপোর্টার ॥ করোনাকালীন সময়ে দেশের সকল বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফ করাসহ ৪দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
সংগঠনটির আহবায়ক এপিএম সুহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল সম্রাটের সঞ্চালনায় মানব্বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ উল্লাহ মধু,মুজাম্মেল মিয়াজীসহ অন্যরা।
মানববন্ধনে উত্থাপিত ৪দফা দাবিগুলো হলঃ
১)করোনাকালীন সময়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিউশন ফি বা বেতন অর্ধেক মওকুফ করতে হবে।
২)করোনাকালীন সময়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্টুডেন্ট একটিভিটি ফি(ল্যাব ফি,লাইব্রেরি ফি,ট্রান্সপোর্ট ফি, ক্লাব ফি ইত্যাদি) মওকুফ করতে হবে৷
৩)করোনাকালীন সময়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণে অপারগদের জন্য বিকল্প যৌক্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে৷
৪)করোনাকালীন সময়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারনেট(ব্রডব্যান্ড,মোবাইল ডাটা) ব্যবহারে মূল্যহ্রাস বা বিশেষ প্যাকেজের ব্যবস্থা করতে হবে।
এসময় ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াতুল্লাহ বেহেশতি, ভুক্তভোগী অভিভাবক মাসুম বিল্লাহ, দেলোয়ার হোসেন; শিক্ষার্থী পৃথু হামিদ ও রিয়াদ হোসেন বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে এপিএম সুহেল সম্প্রতি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে বেতন ভাতা মওকুফের দাবিতে আন্দোলনরত দুই শিক্ষার্থী বহিস্কারের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানান।
মানব্বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ঢাকা মহানগর শাখার সমন্বয়ক একেএম রাজন হোসাইন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নাদিম খান নিলয়, মোঃ সাইফুল ইসলামসহ অন্যরা।