সংস্কৃতি ডেস্ক ॥ করোনার কারণে অন্য সবকিছুর মতোই দীর্ঘ সাত মাস সিনেমা হল বন্ধ ছিল। অবশেষে চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির মুখে স্বাস্থ্যবিধি মেনে হল খোলার অনুমতি দিয়েছে সরকার। গত শুক্রবার থেকে দেশের বেশ কিছু হল খুলেছে। আর এইদিনই মুক্তি দেয়া হয়েছে ‘সাহসী হিরো আলম’ নামের চলচ্চিত্রটি। দেশের প্রায় ৪০টি হলে ছবিটি মুক্তি দেয়া হয়েছে। তবে হল খুলেই এমন নিম্নমানের চলচ্চিত্র মুক্তি দেয়াকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তুলেছেন। দীর্ঘদিন বন্ধের পর এমন মানহীন চলচ্চিত্র দেখে হতাশ চলচ্চিত্রপ্রেমীরা।
এদিকে সুখবর দিলেন প্রযোজক ইকবাল। আগামী শুক্রবার ফের নতুন করে সারাদেশে মুক্তি দেয়া হবে শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবিটি। প্রযোজক ইকবাল বলেন, ‘করোনার পরে হল খুলেছে। অনেকেই চাচ্ছেন শাকিব খানের নতুন চলচ্চিত্র। কিন্তু ঝুঁকি নিয়ে কেউ মুক্তি দিচ্ছেন না। আর তাই আমি আমার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবি দুটি ফের সারাদেশে মুক্তি দেব।’
২০১৯ সালে ঈদ উপলক্ষে সারাদেশে ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি দেয়া হয়েছিল। চলচ্চিত্রটি নির্মাণ করে ছিলেন মালেক আফসারী। অন্যদিকে ভালবাসা দিবসকে কেন্দ্র করে চলতি বছরের (১৪ ফেব্রুয়ারি) সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বীর’ সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।