জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। শ্বাসরুদ্ধকর সুপার ওভারে তারা হারিয়েছে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সকে।
এর আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পাঞ্জাব। স্কোর সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। টস জিতে এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ৮ বলে ৯ রান করে আউট হন তিনি। এরপর আউট হন সূর্যকুমার যাদব ও ইশান কিশান। পরপর ৩ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স যখন দিশেহারা, তখনই ত্রাতা হিসেবে হাজির হন কুইন্টন ডি কক এবং হার্দিক পান্ডিয়া। ৪৩ বলে ৫৩ রান করেন কুইন্টন ডি কক। আর হার্দিক পান্ডিয়া ৩০ বলে করেন ৩৪ রান। শেষ দিকে ঝড় তোলেন কাইরন পোলার্ড। ১২ বলেই করেন অপরাজিত ৩৪ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।
সংক্ষিপ্ত স্কোর :
মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংস : ২০ ওভারে ১৭৬/৬ (ডি কক ৫৩, পোলার্ড ৩৪*; শামী ২/৩০)
কিংস ইলেভেন পাঞ্জাব ইনিংস: ওভারে ১৭৬/৬ (রাহুল ৭৭, পুরান ২৪; বুমরাহ ৩/২৪)
ফল: সুপার ওভারে জয়ী পাঞ্জাব।