ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

আইপিএল

কলকাতার বিরুদ্ধে আয়েশি জয় মুম্বাইয়ের

প্রকাশিত: ০১:১০, ১৭ অক্টোবর ২০২০

কলকাতার বিরুদ্ধে আয়েশি জয় মুম্বাইয়ের

জনকণ্ঠ ডেস্ক ॥ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আয়েশি জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্স আট উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী জুটিতে আসে মাত্র ১৮ রান। রাহুল ত্রিপাঠি ৯ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে যান। এরপর ৩৩ রানে গিয়ে দ্বিতীয় উইকেটের পতন হয়। আউট হওয়ার আগে নিতীশ রানা করেন ৫ রান। দলের ৪২ রানে আসে জোড়া আঘাত। প্রথমে আউট হয়ে যান শুভমান গিল। করেন ২১ রান। এরপর দীনেশ কার্তিক (৮ বলে ৪ রান) আউট হন। মাত্র ৪২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কলকাতা নাইট রাইডার্স। দলীয় ৬১ রানে গিয়ে পঞ্চম উইকেটের পতন হয়। দলের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আউট হন। করেন মাত্র ৯ রান। এরপর আর কোন উইকেট পড়েনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। শেষ দিকে দলের পেসার প্যাট কামিন্স ব্যাটিংয়ে কিছুটা ঝড় তোলেন। মাত্র ৩৬ বলে করেন ৫৩ রান। আর অধিনায়ক ইয়ন মর্গান করেন ২৯ বলে ৩৯ রান। দুজনই অপরাজিত থাকেন। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে রাহুল চাহার দুটি এবং জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও নাথান কোল্টার নাইল একটি করে উইকেট লাভ করেন। মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে। উদ্বোধনী জুটিতেই ১০.৩ ওভারে আসে ৯৪ রান। ৩৬ বলে ৩৫ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এরপর ১১১ রানে গিয়ে পড়ে দ্বিতীয় উইকেট। সূর্যকুমার যাদব ১০ বলে ১০ রান করে আউট হয়ে যান। এরপর আর কোন উইকেট তুলে নিতে পারেননি কলকাতার বোলাররা। কুইন্টন ডি কক ও হার্দিক পান্ডিয়া জয় নিয়ে মাঠ ছাড়েন। ১৬.৫ ওভারে জয়ের লক্ষ্য ১৪৯ রানে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। কুইন্টন ডি কক ৪৪ বলে ৭৮ এবং হার্দিক পান্ডিয়া ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন। কুইন্টন ডি কক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
×