ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

রাজস্থানকে হারিয়ে শীর্ষে দিল্লী

প্রকাশিত: ০১:০৩, ১৫ অক্টোবর ২০২০

রাজস্থানকে হারিয়ে শীর্ষে দিল্লী

জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলের দিন যত গড়াচ্ছে, তত আরব আমিরাতের তিনটি স্টেডিয়ামের উইকেট মন্থর হতে শুরু করেছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের অবস্থা তো আরও খারাপ। এই মাঠে এখন দিব্যি ১৫০-১৬০ প্লাস রান নিয়ে জেতা যায় এবং সেটা বুধবার প্রমাণ করে দিয়েছে দিল্লী ক্যাপিটালস। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের স্লো উইকেটে ১৬১ রান করেও রাজস্থান রয়্যালসকে ১৩ রানে হারিয়ে দিয়েছে দিল্লী ক্যাপিটালস। খবর ক্রিকইনফোর। আইপিএলের পয়েন্ট তালিকায় আবারও শীর্ষে উঠে এলো স্রেয়াশ আয়ারের দল। ৮ ম্যাচে জয়ে ১২ পয়েন্ট নিয়ে তারাই রয়েছে এখন শীর্ষে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৮ রানেই থেমে যেতে হয়েছে দিল্লীকে। দুই ওপেনার বেন স্টোকস আর জস বাটলার মিলে সূচনাটা ভালই করেছিলেন। ৩ ওভারে ৩৭ রানের জুটি গড়ার পর তারা বিচ্ছিন্ন হন। ৯ বলে ২২ রান করে আউট হন বাটলার। এ্যানরিখ নর্টজের বলে বোল্ড হন তিনি।
×