ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

দিল্লীকে হটিয়ে শীর্ষস্থান দখল করল মুম্বাই

প্রকাশিত: ০০:১৫, ১২ অক্টোবর ২০২০

দিল্লীকে হটিয়ে শীর্ষস্থান দখল করল মুম্বাই

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। রবিবার তাদের ৫ উইকেটে হারিয়েছে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এর মধ্য দিয়ে দিল্লীকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে মুম্বাই। আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সকে। ডি কক ও সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরির সুবাদে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা। কক করেন ৫৩ রান। আর সূর্যকুমার খেলেন ৫৩ রানের ঝড়ো একটি ইনিংস। এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে দিল্লী ক্যাপিটালস। ওপেনার শেখর ধাওয়ান করেন হার না মানা ৬৯ রান। আর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ৪২ রান। সংক্ষিপ্ত স্কোর : দিল্লী ক্যাপিটালস : ২০ ওভারে ১৬২/৪ (ধাওয়ান ৬৯*, শ্রেয়াস ৪২; পান্ডিয়া ২/২৬) মুম্বাই ইন্ডিয়ান্স : ১৯.৪ ওভারে ১৬৬/৫ (ডি কক ৫৩, সূর্যকুমার ৫৩; রাবাদা ২/২৮) ফল : ৫ উইকেটে জয়ী মুম্বাই।
×