ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিকের জন্মদিন আজ

প্রকাশিত: ১০:০১, ৮ অক্টোবর ২০২০

সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিকের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। তিনি পঞ্চাশ দশক ধরে শুদ্ধ সঙ্গীত, বিশেষ করে নজরুল সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। নজরুলের গানের প্রচার প্রসারেও রেখে যাচ্ছেন অনন্য ভূমিকা। গুণী এই শিল্পীর জন্মদিন আজ বৃহস্পতিবার। জন্মদিন উপলক্ষ্যে সাদিয়া আফরিন মল্লিকের গাওয়া ২৫টি গান তার ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে মাসব্যাপী প্রকাশিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদিয়া আফরিন মল্লিক। মায়ের হাত ধরে শিশুকালে ছোটদের আসর খেলা ঘরে’ তার সঙ্গীত জীবনের শুরু। এর পর ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম শুরু। সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিকের তত্ত্বাবধানে ইতোমধ্যে জেমস অফ নজরুলের ব্যানারে ১৪টি অপ্রচলিত গান দেশের প্রতিষ্ঠিত এবং প্রতিশ্রুতিশীল শতাধিক শিল্পীর অংশগ্রহণে ভিডিও এ্যালবাম আকারে বিটিভি, চ্যানেল আইসহ বেশ কিছু চ্যানেলে প্রচারিত হয়ে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে। ছায়ানটে অধ্যয়নকালে মাত্র ১২ বছর বয়সে তার প্রথম রেকর্ড বিশ্ব দুলালী নবী নন্দিনী’ প্রকাশ হয়। গোল্ড মেডেল নিয়ে ছায়ানট থেকে তিনি সাফল্যের সাথে তার শিক্ষা কার্যক্রম সমাপ্ত করেন। তার উল্লেখযোগ্য একটি রেকর্ড হলো কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের সঙ্গীত পরিচালনা ও তত্ত্বাবধানে এইচএমভি থেকে প্রকাশিত এলো ফুলের মরশুম’।
×