ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে ॥ ওয়েবিনারে বক্তারা

প্রকাশিত: ২২:৪৯, ৬ অক্টোবর ২০২০

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে ॥ ওয়েবিনারে বক্তারা

স্টাফ রিপোর্টার ॥ মানুষের চাহিদা পূরণের জন্য দেশে পর্যাপ্ত চাল, গম, আলু, ডাল ও ভুট্টার মজুদ রয়েছে। সোমবার জাতিসংঘের ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘কোভিড-১৯ মহামারীকালে বাংলাদেশের বাংলাদেশের খাদ্য মজুদ ও বাণিজ্য’ শীর্র্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য দেন মিটিং দ্য আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্পের চীফ টেকনিক্যাল এ্যাডভাইজার নাওকি মিনামিগওসি। ওয়েবিনারে ধন্যবাদ জানান মিটিং দ্য আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্পের ন্যাশনাল পোভার্টি এ্যান্ড সোস্যাল প্রোটেকশন এ্যাডভাইজার অধ্যাপক মোহাম্মদ মিজানুল হক কাজল। সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ দেন স্বাস্থ্য সাংবাদিকতা ফোরামের সভাপতি তৌফিক মারুফ ও কৃষি সাংবাদিকতা ফোরামের সভাপতি আশরাফ আলী। ওয়েবিনারে স্বাস্থ্য ও কৃষি বীটের মোট ৩০ জন সংবাদকর্মী অংশ নেন। ওয়েবিনারে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি সিনিয়র প্রশিক্ষক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুল মান্নান।

আরো পড়ুন  

×