
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি মাদ্রাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম ইব্রাহীমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমরার রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিলশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসা দুই ছাত্র সিদ্ধিরগঞ্জের হাউজিং নূরে মদিনা মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করছে। সেই সুবাদে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গত ১৮ সেপ্টেম্বর মামলার বাদির ছেলেকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। একইভাবে সে আরো এক ছাত্রকে বলাৎকার করেছে। যা সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। ফলে এ বিষয়ে এক ছাত্রের পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ফারুক জানান, বলৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।